ভারতের ত্রিপুরায় সম্প্রতি তৃণমূল নেতানেত্রীদের ওপর যে হামলা হয়েছে, তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই হয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার এসএমকেএম হাসপাতালে আহত তৃণমূল নেতানেত্রীদের দেখতে গিয়ে এ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর আনন্দবাজার পত্রিকার।
সোমবার বেলা পৌনে ১১টায় হাসপাতালে পৌঁছান মমতা। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। হাসপাতালে পৌঁছে সোজা চলে যান উডবার্ন ওয়ার্ডে। যেখানে ভর্তি রয়েছেন সুদীপ-জয়ারা।
বেরিয়ে মমতা বলেন, ওদের দেখলাম। ওদের বেধড়ক মারধর করা হয়েছে। জয়ার গাল মেরে ফাটিয়ে দিয়েছে। পুলিশের সামনেই মারধর করা হয়েছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী নন, হামলা চালানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে। অভিষেককেও টার্গেট করা হচ্ছে।