জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে এমন বক্তব্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কয়েক বছর ধরে দিয়ে আসলেও জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হচ্ছে না। যদিও সিটি কর্পোরেশনের তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প’র অধীনে নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় ১০৪ কোটি টাকা ব্যয়ে সড়ক উচুকরণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ করা হয়। এই প্রকল্পে প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হলেও নগরবাসী জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে না।নগরবাসীর মতে, পরিকল্পিত নগরায়ন গড়তে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিকল্পনা জনসম্মুখে প্রকাশ করা জরুরি।
আজ রবিবার (৮আগস্ট) ভোর থেকে বিচ্ছিন্ন ভাবে কয়েক ঘন্টার বৃষ্টিতে নগরীর বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট, বাসাবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে জলাবদ্ধতার সৃষ্টি হলে মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যহত হয়। নগরীর অলিগলির রাস্তায় হাটুপানি জমে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে।জলাবদ্ধতার সৃষ্টি হয়।
বৃষ্টিতে নগরীর নতুন বাজার রেল ক্রসিং, বাঘমারা, সেহড়া, চামড়াগুদাম, ব্রাহ্মপল্লী, সিকেঘোষ রোডের ছায়াবানী হল এলাকা, কেওয়াটখালি, চরপাড়ার কপিক্ষেত, গুলকিবাড়ী, মোহাম্মদ আরী রোড, আউটার স্টেডিয়াম, মাসকান্দা, নয়াপাড়া, বলাশপুরসহ অন্তত ১৫ থেকে ২০টি এলাকার বাসিন্দারা পানিবন্দি হয়ে পরে। ফলে চরম জনদুর্ভোগ ও ভোগান্তি সৃষ্টি হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ২০১৭ সালে শুরু হওয়া ৫ বছর মেয়াদি ‘তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প’র অধীনে নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় ১০৪ কোটি টাকা ব্যয়ে সড়ক উঁচুকরণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজ করা হচ্ছে। এ প্রকল্পের মেয়াদ ২০২২ সালের জুনে শেষ হবে। প্রায় ৯০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। প্রকল্পের অধীনে নগরীতে সর্বমোট ৪.১ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড পাইপ ড্রেন, প্রায় ২৮ কিলোমিটার আরসিসি ড্রেন ও প্রায় ৫৫ কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণ করা হয়।
সূত্র জানায়, প্রকল্পের অধীনে নগরীর মিন্টু কলেজ রেল ক্রসিং থেকে বিপিন পার্ক পর্যন্ত, স্টেশন রোড থেকে থানার ঘাট, কাঁচিঝুলি মোড় থেকে কলেজ রোড, স্বদেশি বাজার থেকে ওল্ড পুলিশ ক্লাব রোডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে আন্ডারগ্রাউন্ড পাইপ ড্রেন নির্মাণ করা হয়। এতে নগরীর কয়েকটি এলাকার জলাবদ্ধতার কিছুটা সমাধান হলেও এখনো ভোগান্তিতে রয়েছে অন্তত ১২ থেকে ১৫টি এলাকার বাসিন্দারা।
সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু সাংবাদিকদের জানান, জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন উন্নয়ন কাজ করা হচ্ছে। পানি নিস্কাশন খালগুলো দখল ও ভরাট হয়ে গেছে ফলে নগরীর কিছু কিছু এলাকার জলাবদ্ধতা এখনো পুরোপুরি নিরসন সম্ভব হচ্ছে না। খালগুলোকে দখলমুক্ত করে অতি দ্রুত দূর্ভোগ কমাতে উদ্যোগ নেওয়া হবে।