চীন-পাকিস্তানের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ভারত

চিরশত্রু পাকিস্তান ও চীনের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে ভারত। বহুজাতিক সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) নামের সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এ মহড়ায় অংশ নিচ্ছে তারা।

আগামী ১১ থেকে ২৫ সেপ্টেম্বর রাশিয়ায় মিলিত হবে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলো। এর নাম দেয়া হয়েছে ‘পিস মিশন-২০২১’। এতে অংশ নেবে চীন, রাশিয়া ও এসসিও দেশভুক্ত দেশের সেনারা।

জি নিউজ জানিয়েছে, রাশিয়ায় অনুষ্ঠিতব্য এবারের মহড়ায় ভারতের তিন বাহিনীর প্রায় ২০০ জওয়ান অংশ নেবে। গত বছর চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনা থাকায় এতে অংশ নেয়নি দিল্লি।

সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সদস্য হিসেবে চীনের পিপলস লিবারেশন আর্মি এবং পাকিস্তান সেনাবাহিনীও এই মহড়ায় অংশ নেবে। পুরো মহড়ায় অংশগ্রহণ করবে প্রায় তিন হাজার সেনা।

২০০১ প্রতিষ্ঠিত হয় সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন। এর সদস্য ছিল চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। ২০১৭ সালে এই সংস্থার সদস্য হয় ভারত।

Share this post

scroll to top