প্রত্যেক বৃহস্পতিবার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তারা সারাবছরই প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখবে।
শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষামন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এ কর্মসূচির উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। প্রতিষ্ঠান চত্বরে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।
এসময় তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন রাখার সরকারি উদ্যোগ যুগোপযুগি ও প্রশংসনীয়। এ উদ্যোগ যদি প্রতিটি প্রতিষ্ঠানে বাস্তবায়ন হয় তাহলে সকল শিক্ষার্থী সচেতন হবে।
এসময় উপস্থিত ছিলেন কলেজ ইনচার্জ উৎপল আকাশ, সহকারী প্রধান শিক্ষক আশরাফ আলী মন্ডল, শিক্ষক প্রতিনিধি এ এস এম সালাহ উদ্দিন, মোছা. রাহাতারা বেগম, কুদরত ই খূদা, মোছা. আয়েশা সিদ্দিকাসহ অন্যান্য শিক্ষকমন্ডলী।