করোনায় মৃত প্রতিটি লাশের জন্য তিনশ’ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল হকের বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে লাশবহনকারী সাত ব্যক্তি আরও কয়েকটি অভিযোগ আনায় উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ
শনিবার (৭ আগস্ট) কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীর। তিনি বলেন, গত ২৯ জুলাই লাশবহনকারী রুবেল, হুরমুজ, মানিক মিঞা, জামাল, মো. হিরা, শামসু ও কামাল নামে সাত ব্যক্তির একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় হাসপাতালের মেডিসিন ইউনিট-২-এর প্রধান ডা. খোরশেদ আলমকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হচ্ছেন– হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. শেখ আলী রেজা সিদ্দিকী ও মেডিক্যাল অফিসার ডা. প্রজ্ঞা নন্দ নাথ। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।