ময়মনসিংহ করোনা ইউনিটে আরও ১২জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ আগষ্ট) সকালে পাওয়া ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ১২ জনের মধ্যে ৩ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৯ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন আরও ৪জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন-ময়মনসিংহের তারাকান্দার বালু সিংহ (৬০), নেত্রকোনা সদরের ফারজানা খানম (৪৫), পূর্বধলার আব্দুল কাদের (৭০)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের ইয়াকুব আলি (৬৫), সরফুন্নাহার (৬৫) ও রতন মিঞা (৩৫), ফুলবাড়িয়ার ইয়াদ আলি (৭৫), ভালুকার রমিজা খাতুন (৫৫), নেত্রকোনা সদরের মুরতজা আক্তার (৬০) ও আব্দুল কাদের (৬২), শেরপুর সদরের হালিমা (৬৫) এবং জামালপুর বকশিগঞ্জের রফিকুল ইসলাম (৬২)।

ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪৯৭ জন, আইসিইউতে ভর্তি আছেন ২২জন।

Share this post

scroll to top