ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৩০ জনের মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ আগষ্ট) সকালে পাওয়া ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ৩০ জনের মধ্যে ১৬ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১৪ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  যা এ যাবত কালের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন-করোনা আক্রান্তে মৃতরা হলো ময়মনসিংহ সদরের আবদুল সালাম (৮০), মোঃ সিরাজুল হক (৫৫), ভালুকা উপজেলার আব্দুল হামিদ (৭২), মুক্তাগাছার নুরুল হক (৮৪), আছিয়া খাতুন (১০০), নেত্রকোনা সদরের পুষ্পা (৩০), সাদেক (৪৯), মদনের মাহবুব (৬৫), কলমাকান্দার আবাদুল মজিদ (৬৭), পূর্বধলার আব্দুল করিম (৫৫), আটপাড়ার মাহমুদুল হাসান (৬৫), জামালপুর সদরের আব্দুল মজিদ (৭০), হাজেরা বেগম (৬০), টাঙ্গাইল মধুপুরের আব্দুল সামাদ (৬৫), সফিপুরের সানোয়ার হোসেইন (৮৫) এবং গাজীপুর শ্রীপুরের সিরাজুল ইসলাম (৮৫)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলো ময়মনসিংহ সদরের শাহাবুদ্দিন (৫৭), আব্দুর রহিম (৭০), তারাকান্দার নূরজাহান (৫৫), হোসেন আলী (৬৫), ফুলপুরেরর মুজিবুর রহমান (৬৫), হালুয়াঘাটের সাইয়িদ আলী (৭৯), নান্দাইলের নজরুল ইসলাম (৭০), নেত্রকোনা মদনের আছিয়া (৭৫), পূর্বধলার সালেমা (৫৮), দুর্গাপুরর আব্দুর রশীদ (৬৫), জামালপুর সরিষাবাড়ীর মজেদা বেগম (৬৫), দেওয়ানগঞ্জের ইমাম হোসেন (২৬), শেরপুর সদরের ফিরোজা (৬৫) এবং সুনামগঞ্জ জামালগঞ্জের সুধারঞ্জন সরকার (৫০)।

ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৫২৫ জন, আইসিইউতে ভর্তি আছেন ২৩জন।

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১১ টি নমুনা পরীক্ষায় আরো ৪০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩.৪৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯৩ জন।

Share this post

scroll to top