ময়মনসিংহ মেডিক্যালে শয্যা খালি নেই

ময়মনসিংহে মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এখন আর কোনো শয্যা খালি নেই।

২১০ শয্যার করোনা ইউনিটে রোগী বাড়ার সাথে সাথে শয্যা বাড়ানো হলেও এখন কোনো শয্যা বাড়ানো সম্ভব না হওয়ায় করোনা ইউনিটের প্রধান ফটকে কর্তৃপক্ষ শয্যা খালি নেই বলে নোটিশ টানিয়েছে। এমনকি ফ্লোরে পর্যন্ত রোগী রাখার মতো অবস্থা নেই। নূনতম চিকিৎসা ও অক্সিজেন দিতেও কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছেন। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বলছেন, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি অন্যান্য বিভাগ থেকেও রোগীরা এখানে ভর্তির জন্য ছুটে আসছেন। ফলে হাসপাতালের ওপর অস্বাভাবিক চাপ বৃদ্ধি পেয়েছে এবং রোগীদের যথাযথ চিকিৎসা সুনিশ্চিত করা দুরূহ হয়ে পড়ছে। এজন্য কোভিড সুচিকিৎসার জন্য নিকটস্থ উপজেলা বা জেলা হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে তাদেরকে লিখিতভাবে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করতে পারেন বলে পরামর্শ দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

Share this post

scroll to top