স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া নাকি তার ধর্মের বিরুদ্ধে! তাই প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের সময় গান গাইতে অস্বীকার করেছেন এক শিক্ষক। সপ্তাহ খানেক আগের একটি ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই বুধবার বিহারের কাটিহারের একটি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষকের উপর চড়াও হন স্থানীয় বাসিন্দারা। খবর সূত্রে জানা যায়, ওই শিক্ষকের নাম আফজল হোসেন। প্রজাতন্ত্র দিবসের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল।
সূত্রে আরো জানা যায়, আফজল হোসেন আরও জানিয়েছিলেন, তিনি তার ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে বন্দে মাতরম গাইবেন না, কারণ গাইতেই হবে এমন কথা সংবিধানে লেখা নেই কোথাও।
বিষয়টি নিয়ে এই মুহূর্তে বেশ উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়, স্থানীয় মানুষের হাতে নিগৃহীত হয়েছেন আফজল। আফজল জানিয়েছেন, এই হামলায় প্রাণও যেতে পারত তার।
জেলা শিক্ষা কর্মকর্তা দিনেশ চন্দ্র দেব সংবাদ মাধ্যমকে বলেন যে ঘটনা সম্পর্কে তিনি কোনও অভিযোগ পাননি। তিনি বলেন, ‘আমরা যদি এমন কোন তথ্য পাই, তবে তদন্ত করা হবে। কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি।’