খুলনার পাইকগাছায় ১২ মাসের শিশুসহ ভাবিকে (২৫) নিয়ে দেবর পালিয়ে যায়। ঘটনার ২ দিন পর রাড়ুলী ক্যাম্প পুলিশের টুআইসি গোলাম রসুল তাদের উদ্ধার ও দেবরকে (১৮) গ্রেফতার করেছে।
রোববার বিকাল সাড়ে ৫টায় আরাজী ভবানীপুর গ্রামের আবুল কাশেম শেখের বাড়ির পাশ থেকে কৌশলে তাদের উদ্ধার ও দেবরকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টায় মাসুম আরাজী ভবানীপুর গ্রামের গৃহবধূ (২৫) ও তার ১২ মাসের শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যায়।
ওসি এজাজ শফী জানান, শিশুকে তার পিতার কাছে ফিরিয়ে দিলে কাউকে গ্রেফতার করা হবে না- এমন অভয় দিলে তারা এলাকায় ফেরত আসে। এ কৌশল খাটিয়ে ভিকটিমদের উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়। থানায় মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।