কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নারী-শিশুসহ সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার ভোরে ভারতের দিনহাটা থানার সেউটি-২ বাংলাদেশের ধর্মপুর সীমান্তের ৯৪২/৭ আন্তর্জাতিক পিলারের কাছে দালালের মাধ্যমে কাঁটাতার টপকিয়ে বাংলাদেশে প্রবেশ করে। আটকদের ফুলবাড়ী থানায় সোপর্দ করে বিজিবি।
আটক বাংলাদেশিরা হলেন— উপজেলার নওদাবস গ্রামের শাহ আলম হকের ছেলে শহিদ আলী (৩১), তার স্ত্রী আফরোজা খাতুন (২৮), তার ছেলে আরমান আলী (৮), শিপুর ইউনিয়নের আরজী নেওয়াশী গ্রামের ফজলুল হকের ছেলে রাজু মণ্ডল (৩৬), র স্ত্রী পারভীন বিবি (২১),ছেলে পারভেজ মণ্ডল (৬) এবং নাগেশ্বরী উপজেলার হাসনাবাজার এলাকার আকবর আলীর ছেলে মোকসেদ আলী (৪২)।
লালমনিরহাট ১৫ বিজিবির অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রমজান আলী জানান, ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ শেষে দুই দেশের দালাল চক্রের মাধ্যমে তারা বাংলাদেশ প্রবেশ করছিল। সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা তাদের আটক করে।