ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে চামড়ার গুদামে বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামছুল হুদা (৪০) নামে এক চামড়া ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তি উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল পূর্বপাড়া গ্রামের চামড়া ব্যবসায়ী আবুল মুনসুরের ছেলে।

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যার পর উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে মারা যান শামসুল হুদা।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার জানান, শামছুল হুদার বাবা আবুল মনসুরও চামড়ার ব্যবসা করতেন। শামছুল হুদা নিজেও তার বাবার মতো চামড়ার ব্যবসা করতেন। এ বছর কোরবানির ঈদে কাঁচা চামড়া কিনে নিজ বাড়ির গুদামে লবণ দিয়ে রেখেছিলেন তিনি। সন্ধ্যার দিকে ওই চামড়ার গুদামের ভেতর বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন শামসুল হুদা। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share this post

scroll to top