সুন্দরবনের পক্ষীদিয়া থেকে কোস্টর্গাড অভিযান চালিয়ে হরিণের দুটি চামড়া, একটি মাথাসহ ৪০ কেজি হরিণের গোসত জব্দ করেছে। বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে এসব আটক করেন কোস্টগার্ড।
কোস্টর্গাডের পাথরঘাটা স্টেশন কমান্ডার জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল শিকারী হরিণ শিকার করে নিয়ে আসছ। এমন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের পক্ষীদিয়া এলাকায় অভিযান চালালে শিকারীরা টের পেয়ে হরিণের গোসত রেখে পালিয়ে যায়। তখন তল্লাশী করে দুটি হরিণের চামড়া, একটি মাথাসহ ৪০ কেজি হরিণের গোসত করা হয়ে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী র্কমকর্তা মো. হুমায়ূন কবির এর নির্দেশে জব্দ হরিণের গোসত কেরোসিন দিয়ে মাটির নিচে পুতে ফলো হয় এবং চামড়া দুটি শুকিয়ে সংরক্ষণ করা হবে।
তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী র্কমকর্তা মো. হুমায়ূন কবির এর নির্দেশে জব্দ হরিণের গোসত কেরোসিন দিয়ে মাটির নিচে পুতে ফলো হয় এবং চামড়া দুটি শুকিয়ে সংরক্ষণ করা হবে।
শিকারীদের ধরতে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কোস্টর্গাড কতৃপক্ষ।
এঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।