ময়মনসিংহে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে গৌরীপুর উপজেলার সদর ইউনিয়নের শালিহর কান্দাপাড়া গ্রামের আবুল হাশিমের আড়াই বছরের শিশু পপি আক্তার খেলতে গিয়ে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর বাড়ির সামনের পুকুরে ভাসতে দেখে স্বজনরা। পরে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, আড়াই বছরের শিশু পপি সকালে খেলতে গিয়ে বাড়ির সামনের পুকুরে পড়ে মারা গেছে।