ময়মনসিংহে গরুর সাথে সংঘর্ষে ইউএনও’র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গরুর সাথে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের পাঁচুয়া এলাকায় গরুর সাথে সংঘর্ষ ঘটলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাড়িটি। এছাড়াও ওই সময় গরুর সামনে কয়েকজন লোকও ছিলেন। এসময় ইউএনও মো. তাজুল ইসলাম গাড়িতে না থাকলেও তিনি জানান, ওই লোকজনদের বাঁচাতে গিয়ে দুর্ঘটনা কবলিত হয় গাড়িটি।

এই ঘটনায় গাড়ি চালক মো. খসরু সামান্য আহত হয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় হঠাৎ একটি গরু সামনে এসে পড়ে। এতে করে গরুর সাথে ধাক্কা লেগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িটির সামনের অংশসহ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ব্যাপারে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম জানান, গাড়িটি তেল আনতে পাম্পে যাচ্ছিল। হঠাৎ একটি গরু রাস্তায় উঠে এসে গাড়িটির সামনে পড়ে।

Share this post

scroll to top