র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বাংলা বাজার এলাকা থেকে ২৬ জুলাই (সোমবার) বিকেলে অভিযান চালিয়ে গ্রাম পুলিশ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো: সুমন (২৮) কে গ্রেফতার করে। সেই একই এলাকার মোবারক উল্যার পুত্র।
এ ব্যাপারে র্যাব-১১ লক্ষীপুর ক্যাম্পের অধিনায়ক খন্দকার মো: শামীম হোসেন সাংবাদিকদের জানান, ১১ তম জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ সালে গোপালপুর ইউপিস্থ তুলাচরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩০ নং ভোট কেন্দ্র দখলের জন্য কেন্দ্রে গুলি বর্ষণ করে গ্রাম পুলিশ হারুন অর রশিদ কে হত্যা করে।
পরে নিহতের পিতা বজলুর রহমান ৮ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় সুমন এজাহারভুক্ত আসামী। এ ছাড়া তার বিরুদ্ধে আরও ৪ টি মামলা রয়েছে। সেই দীর্ঘ দিন থেকে পলাতক ছিল। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।