‘জরুরি সংবাদপত্র’ বাসে ঢাকায় যাওয়ার পথে ময়মনসিংহে ধরা পড়লেন তারা

‘জরুরি সংবাদপত্র’ কাজে নিয়োজিত বাসে ঢাকায় যাওয়ার পথে ময়মনসিংহে ধরা পড়লেন ১৬ যাত্রী। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন চেকপোস্টে বাসটি আটক করা হয়। যাত্রীরা সবাই নেত্রকোনা জেলার বাসিন্দা।

রোববার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে ময়মনসিংহ নগরীর পাটগোদাম ব্রিজ মোড়ে আটকের সময় বাসটিতে থাকা ১৬ জনের অনেককে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। এ অবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছবি তুলতে চাইলে বাধা দেন বেশ কয়েকজন। পরে পরিচয় জানতে চাইলে বাসের ১১ জনই সরকারি কর্মকর্তা-কর্মচারী বলে জানান।

যাত্রী বহনের বিষয়ে ‘জরুরি সংবাদপত্র’ সরবরাহকারী বাসের চালক রাজু মিয়া বলেন, ‘সকালে পত্রিকা নিয়ে ঢাকা থেকে নেত্রকোনায় গিয়েছিলাম। যাওয়ার সময় সরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে তারা কোনো সমস্যা হবে না বলে বাসে ওঠেন।’

ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জানান, কঠোর বিধিনিষেধ অমান্য করে গাড়ি চালানোর জন্য চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

Share this post

scroll to top