ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৪জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জন মারা গেছেন। শনিবার (২৪জুলাই) সকালে পাওয়া হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের ভর্তিকৃত রোগীদের মধ্যে মৃত ১৪জনের মধ্যে ২ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১২ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের নাজনিন (৫৮), টাংগাইলের সখিপুরের জেসমিন (৪৫)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের ইলমা (২৪) ও নাসরিন (৩৮), ঈশ্বরগঞ্জের আব্দুর রউফ (৫৫) ও রাবেয়া (৭৪), নেত্রকোনা সদরের আজিজুন্নেসা (৯২), পূর্বধলার আফাজুদ্দিন (৮৫), খালিয়াঝুড়ির নুরজাহান (৭৫), জামালপুর সদরের রত্না (৩২), বকশীগঞ্জের আব্দুল মান্নাফ (৬০), টাংগাইল সদরের রাজিয়া (৭০) ও মৃনাল (৬০), এবং গাজীপুর সদরের আব্দুর রাজ্জাক (৭৫)।

ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪২৬ জন, আইসিইউতে ভর্তি আছেন ২২জন।

এছাড়াও শুক্রবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় র‌্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ৯০ জন। যাদের মধ্যে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ৫ জন ও আরটিপিসিআর টেস্টে ৮৫জন রয়েছেন।

এদিকে জেলার সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ময়মনসিংহ সদরে ৫৯জন, নান্দাইলে ৮জন, ঈশ্বরগঞ্জে ৬জন, গৌরীপুরে ১জন, তারাকান্দায় ২জন, হালুয়াঘাটে ২জন, ফুলবাড়িয়ায় ৪জন, ত্রিশালে ৩জন, ভালুকায় ৫জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত জেলায় মোট ১২৩০১ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ১২৫ জন।

Share this post

scroll to top