ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফাঁসিতে ঝুলে নিলয় (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৩ জুলাই) সকালে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত নিলয় ওই গ্রামের ফকির বাড়ির গ্রাম পুলিশ সিরাজুল হকের ছেলে।
মৃত্যুর আগে প্রিন্স নিলয় নামে তার ফেসবুক আইডিতে কয়েকটি স্ট্যাটাস পোস্ট করেন নিলয়।
স্ট্যাটাসে তিনি লিখেন- সবার কাছে একটাই অনুরোধ যদি কোন ভুল করে থাকি প্লিজ মাফ করে দিবেন। হয়তো আমিও একদিন চলে যাব অনেক দূরে না ফেরার দেশে। বিদায় ফেসবুক, সুরাইয়া।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিলয় গত কয়েকদিন যাবত মানসিকভাবে বিপর্যস্ত ছিল। বৃহস্পতিবার রাতে বাড়িতে এসে ঘরে দরজা লাগিয়ে কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পরিবারের লোকজন তার কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখে আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আছে। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকূল সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।