ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩জুলাই) সকালে পাওয়া হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের ভর্তিকৃত রোগীদের মধ্যে মৃত ২০জনের মধ্যে ৯ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১১ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
করোনা আক্রান্তে মৃতরা হলো ময়মনসিংহ সদরের আব্দুল মতিন (৩২), আবুল হোসেন (৫৮), শেরপুর সদরের মোছাম্মত রোজি (৩৫), নকলা উপজেলার আব্দুর রহিম (৭৩), শ্রীবর্দী উপজেলার ফজলুল হক (৬৫), নেত্রকোনা সদরের আব্দুল খালেক (৬৫), সিদ্দিকুর রহমান (৬৫), টাঙ্গাইল সদরের নাসিরুদ্দিন (৭০) ও গাজীপুর সদরের সুবর্ণা (২০)।
এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলো ময়মনসিংহ সদরের নুরজাহান (৬০), মোবারক আলী খান (৩৭), সোহরাব হোসেন (৬০), ফজলুর রহমান (৫৮), ঈশ্বরগঞ্জ উপজেলার জালালুদ্দিন (৫০), টাঙ্গাইল সদরের আনোয়ার (৪০), টাঙ্গাইল ধনবাড়ির আনোয়ার হোসেন (৬৫), মিনারা (৬০) ও রহিমা (৬০), নেত্রকোনা বারহাট্টা উপজেলার অমল বিশ্বাস (৭৫) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার সিরাজুল ইসলাম (৬০)।
এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৭০ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৭৫ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন আছেন।