আলোচিত মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন গুলশান থানা পুলিশ। তার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় আইনের চোখে তিনি নিরাপরাধ অর্থাৎ ভাল মানুষ হিসেবেই রয়ে গেলেন। তবে তার সাথে দেশের শীর্ষ ব্যক্তি ও বহি:বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের অনেক ঘনিষ্ট সম্পর্কের প্রমাণ পাওয়ায় মুনীয়া হত্যার সঠিক বিচার মিলবে না বলেও এক সময় আলোচান সমালোচনা তুঙ্গে ছিল।
গত ১৯ জুলাই ঈদের আগের শেষ কর্মদিবসে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক আবুল হাসান আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি বছরের ২৬ এপ্রিল গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া ‘আত্মহত্যা’য় প্ররোচনার অভিযোগ এনে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক গ্রুপ বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।