ময়মনসিংহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আঞ্জুমান ঈদগাহ মসজিদ মাঠে।
ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, আঞ্জুমান ঈদগাহ মসজিদ মাঠে প্রথম জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এরপর সকাল পৌনে ৯ টায় দ্বিতীয় এবং সাড়ে ৯ টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। নগরীর বড় মসজিদে সকাল সোয়া ৮ টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সেনানিবাস ও পুলিশ লাইন্সে পৃথক জামাত অনুষ্ঠিত হবে। প্রত্যেক মসজিদে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে।