বিলডোরার অসহায়রা পেলেন ❝প্রয়াস❞ এর ইদ সহায়তা

করোনা পরিস্থিতিতে ইদ-উল-আযহা উপলক্ষে প্রয়াস সেবা সংঘের পক্ষ থেকে গরীব দুস্থ অসহায়দের মাঝে ইদ সহায়তা প্রদান করা হয় । তাছাড়া গরীব সাধারণ মানুষদের মাঝে সচেতনতা হিসেবে মাস্ক বিতরণ করা হয় । ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার অধিনস্ত বিলডোরা ইউনিয়নের, বিলডোরা চৌরাস্তা বাজারে স্থানীয় অসহায়দের মাঝে এ সহায়তা প্রদান করা হয় ।

এ সময়ে উপস্থিত ছিলেন, প্রয়াস সেবা সংঘের প্রধান উপদেষ্টা জনাব শাহ জাহান সিরাজ তালুকদার, এবং প্রয়াস সেবা সংঘের সভাপতি জনাব মোঃ ওয়ালি উল্লাহ মানিক, ও সহ-সভাপতি নাসির উদ্দীন (বাবলু) ও শাহ্ আলম এবং সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম ইমন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রয়াসের সম্মানিত সদস্য -পারভেজ রাজ, সজীব শেখ, রাব্বি রাজ, দেলোয়ার হোসেন, মাসুদ রানা, মাহফুজুর রহমান, মিনারুল ইসলাম, শাহীন আলম, আনোয়ার সাদাত সামদানি, রাফি উল্লাহ, আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ — জনাব আমিনুল ইসলাম, শরীফ ইফতেখার সোহাগ, জনাব এমদাদুল হক বাচ্চু, জনাব আকরাম হোসেন । এই সহায়তা পেয়ে দুঃস্থ অসহায় মানুষজন অনেক খুশি । করোনা পরিস্থিতিতে তাদের এই দুরাবস্থায় প্রয়াসের সাহায্য পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন ।

প্রয়াসের প্রধান উপদেষ্টা জনাব শাহ সিরাজ তালুকদার বলেন,প্রয়াস একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন, মানুষের কল্যানে কাজ করে ও ভবিষ্যতে “এমন ছোট ছোট প্রচেষ্টা-ই একদিন ❝প্রয়াস❞ -কে আরও মহৎ কর্মসূচি গ্রহণ করতে উদ্বুদ্ধ করবে ।”

Share this post

scroll to top