বাংলাদেশের চট্টগ্রাম, কুমিল্লা ও শরীয়তপুরের কিছু এলাকার মতো ময়মনসিংহেও অনুষ্ঠিত হলো ঈদ-উল আযহার নামাজ। তবে এক দিন আগে অনুষ্ঠিত হওয়া এই ঈদের জামাতের নিরাপত্তায় ঈদগাহ মাঠে পুলিশ উপস্থিত ছিল।
জানা যায়, ময়মনসিংহের চর ঝাউগরা সুরেশ্বরী দরবার শরীফের কিছু ভক্ত পবিত্র ঈদ-উল আযহার নামাজ আদায় করেছে । সিটি কর্পোরেশন এলাকার ৩৩নং ওয়ার্ডে সাদির ফকিরের মাজার শরীফ পাঙ্গনে ঈদের জামাতটি অনুষ্ঠিত হয় । নামাজ পড়া হয় আজ ২০ জুলাই সকাল ১০টায় । জামাতের ইমামতি করেন হাফেজ মাওলানা নূরুল হক । জামাতে সুরেশ্বর দরবার শরীফের কয়েকশত বক্তবৃন্দ নামাজ আদায় করে । ভক্তবৃন্দের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, সুরেশ্বর দরবারের ভক্তবৃন্দ প্রতিবছরই সৌদি আরবকে অনুসরন করে ঈদ উদযাপন করে ।
একদিন আগে ঈদ উদযাপনের কারণ জানতে চাইলে বলেন, সৌদি আরবের সাথে মিল রেখে সুরেশ্বরী দরবার শরীফের নির্দেশক্রমে ঈদ উদযাপন করা হচ্ছে ।
তপু ইসলাম নামের একজন জানান,সুরেশ্বর দরবার শরীফের প্রতিটি খানকা শরীফে আজকে ঈদের নামাজ আদায় করা হচ্ছে ।
তবে বুধবার সারা দেশের সাথে মিল রেখে কুরবানী করা হবে ।