লক্ষীপুরে একদিনে করোনা আক্রান্ত ১০২ জন, মৃত্যু ২

লক্ষীপুরে গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক করোনায় ১০২ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া সদর উপজেলার ১ জন ও রায়পুরে ১ জন ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ৩১৪ জনের করোনা পরীক্ষায় নতুন করে ১০২ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। এর আগে গতকাল জেলায় ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা.আব্দুল গাফফার বলেন করোনায় গত ২৪ ঘন্টায় ১০২ জন আক্রান্ত হন, এ সময় ২ জন মারা যায়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪১২৫ জন, মোট মৃত্যু ৬১ জন। তিনি সকলকে স্বাস্থ্য বিধি ও সামাজিক দৃরত্ব বজায় রেখে চলার আহবান জানান।

Share this post

scroll to top