ঢাকা থেকে ময়মনসিংহমুখী মানুষ ও গণপরিবহণের ভিড়

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের গণ পরিবহণে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। একই সঙ্গে মহাসড়কে বাড়ছে গণপরিবহনের সংখ্যাও।

আজ সোমবার (১৯ জুলাই) দুপুর থেকে ঢাকা ও গাজীপুরের সব কারখানাই ছুটি হবে। আর ঈদের আনন্দে গার্মেন্টেস শ্রমিক ও বিভিন্ন কর্মজীবিরা পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে গ্রামে আসছেন। ঘরমুখী মানুষের বাড়তি চাপে গাজীপুর চৌরাস্তা এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার অংশে যানজটের তৈরি হচ্ছে।  এ সড়কে চলাচলকারীরা জানিয়েছেন বিআরটি প্রকল্পের কাজের জন্য রাস্তা খানাখন্দ এবং বিভিন্ন স্থানে ফোর লেনের সড়ক দুই লেন হয়ে যাওয়ায় যানবাহন ধীর গতিতে চলাচল করছে। এ কারণে রাস্তার দুই পাশেই যানজটের সৃষ্টি হচ্ছে।

জামাল উদ্দিন নামে এক পোশাক কর্মী জানান, কারখানা ছুটি হয়েছে। এ কারণে পরিবার নিয়ে ময়মনসিংহে যাওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা স্বীকার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক বিভাগ) মো. মেহেদী হাসান বলেন, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে ঘরমুখী মানুষের ভিড় আন্তে আস্তে বাড়ছে। সোমবার দুপুরের পর থেকে কারখানা ছুটি হওয়ায় এখন চাপ প্রচুর।

এছাড়া ঈদে অতি লোভে মহাসড়কে নেমেছে অবৈধ যতসব পরিবহণ। এসব পরিবহনকে চেকিং করাও এই সময়ে খুবই কঠিন বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

সড়কের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে, একদিকে ঢাকামুখী রাস্তা ফাঁকা, অন্যদিকে বিভিন্ন পয়েন্টে যান চলাচল ঘণ্টার পর ঘণ্টা ধরে স্থবির হয়ে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক সদস্যরা।

Share this post

scroll to top