ময়মনসিংহে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুইজন নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কথিত দুই ডাকাত মারা গেছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। বন্ধুকযুদ্ধের পর তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোর তিনটার দিকে গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের ভারইল গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় র‌্যাব এর টহল দল। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিতে আহত কথিত দুই ডাকাতকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে র‌্যাব পিস্তল, রামদা, ছুরিসহ বেশ কিছু আলামত উদ্ধার করেছে।

Share this post

scroll to top