ময়মনসিংহ মেডিকেলে আরও ১৫জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯জুলাই) সকালে পাওয়া হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের ভর্তিকৃত রোগীদের মধ্যে মৃত এই ১৫জনের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১০ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের কোহিনূর (৪০) অঞ্জলি (৮০), শরফুদ্দিন আহমেদ (৮৪), ত্রিশালের রিয়াদ (৬০), টাংগাইলের মধুপুরের আবু সাঈদ (৬০)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের দাপুনিয়ার আব্দুল জব্বার (৮০), হেলাল উদ্দিন (৯২), সুরতজান (৪২), ফুলবাড়িয়ার আব্দুল মজিদ (১০৫), গৌরীপুরের রফিক (৫০), গফরগাঁওয়ের নিজামউদ্দিন (৬৫), নেত্রকোনার আবুল হোসেইন (৬৫), পূর্বধলার শামীম তালুকদার (৫০), শামসুল হক (৬৮), শেরপুরের নকলার এনামুল হক (৬৫)।

ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৩৮১ জন, আইসিইউতে ভর্তি আছেন ২০জন।

এছাড়াও রবিবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় র‌্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ২৮৬ জন। যাদের মধ্যে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ১৪৪ জন  ও আরটিপিসিআর টেস্টে  ১৪২জন রয়েছেন।

এদিকে জেলার সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ময়মনসিংহ সদরে ১৭৪জন, নান্দাইলে ১৮জন, ঈশ্বরগঞ্জে ২জন, গৌরীপুরে ১১জন, ফুলপুরে ১১জন, তারাকান্দায় ১জন, হালুয়াঘাটে ৩জন, মুক্তাগাছায় ২৭জন,  ফুলবাড়িয়ায় ১২জন,  ত্রিশালে ১০জন, ভালুকায় ৭জন ও গফরগাঁওয়ে ১০জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত জেলায় মোট  ১১৭৮১ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ১২০ জন।

Share this post

scroll to top