করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক এমপি খুররম খান চৌধুরী (৭৫)।
আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ছেলে যুক্তরাষ্ট্রে এবং মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। তারা দেশে আসার পর তার লাশ দাফন করা হবে। তার আগ পর্যন্ত মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রিন্স জানান, করোনায় আক্রান্ত হয়ে খুররম খান বেশ কিছু দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে দলের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
খুররম খান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়কও ছিলেন। ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে তিনি পর্যায়ক্রমে চারবার এমপি নির্বাচিত হয়েছিলেন।