মিয়ানমারে অভ্যুত্থানের পর ৭৫ শিশু নিহত, আটক ১০০০: জাতিসংঘ

চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে নির্বাচিত সরকার প্রধানকে গ্রেফতার করে ক্ষমতা দখলে নেয় দেশটির সেনাবাহিনী। এরপর থেকে সেখানে সেনা ও নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ৭৫ শিশু নিহত হয়েছে। আটক করা হয়েছে আরও হাজার খানেক।

জাতিসংঘের শিশু অধিকার কমিটি এ জানিয়েছে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারীর মতো আপৎকালীন সময়ে দেশটির রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।
জাতিসংঘের শিশু অধিকার কমিটির প্রধান মিকিকো ওটানি এক বিবৃতিতে বলেন, অবরোধ ও সামরিক অভ্যুত্থানের কবলে পড়ে মিয়ানমারের শিশুরা আকস্মিক জীবনহানির শিকার হচ্ছে।

অভ্যুত্থানের মাধ্যমে সু চি-সহ দেশটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের গ্রেফতারের পর থেকেই শুরু হয় বিক্ষোভ ও সহিংসতা। এতে মারা গেছে হাজারের কাছাকাছি মানুষ।

ওটানি বলেন, মিয়ানমারের শিশুরা প্রতিদিন নির্বিচার সহিংসতা, এলোপাতাড়ি গুলি ও আটকের শিকার হচ্ছে। বাবা-মা, ভাই-বোনদের মতো নিজেদের গুলির লক্ষ্যবস্তু হতে দেখছে তারা।

এ কমিটি ১৮ জন স্বাধীন বিশেষজ্ঞ দ্বারা গঠিত, যারা কনভেনশন অন দ্য রাইটস অব দ্য চাইল্ডের দায়িত্বপ্রাপ্ত। ওই কনভেনশনে ১৯৯১ সালে সই করে মিয়ানমার।

Share this post

scroll to top