ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১০৮জন।
শুক্রবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় র্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ১০৮ জন। যাদের মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ১০ জন ও আরটিপিসিআর টেস্টে ৯৮জন রয়েছেন।
এদিকে জেলার সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ময়মনসিংহ সদরে ৮৪জন, নান্দাইলে ১জন, ঈশ্বরগঞ্জে ৩জন, ফুলপুরে ২জন, হালুয়াঘাটে ২জন, ধোবাউড়ায় ১জন, মুক্তাগাছায় ১০জন, ফুলবাড়িয়ায় ২জন, ত্রিশালে ১জন, ভালুকায় ১জন ও গফরগাঁওয়ে ১জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জেলায় মোট ১১২৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ১১৩ জন।