ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট এলাকায় মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল চাপায় তৌহিদুর রহমান নয়ন (৬) নামে এক মাদরাসাশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চরচান্দিয়া ইউনিয়নের সৈয়দপুর নুরানী মাদরাসার শিক্ষার্থী তৌহিদুর রহমান নয়ন মঙ্গলবার দুপুরে ক্লাসের বিরতির সময় নাস্তা করার জন্য মাদরাসা সংলগ্ন দোকানে যাওয়ার পথে সোনাগাজী-কোম্পানীগঞ্জ সড়কের উপর কোম্পানীগঞ্জের দিক থেকে আসা রাসেল হোসেন নামের এক মোটরসাইকেল চালক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত নয়ন চরচান্দিয়া ইউনিয়নের ইউছুপের নতুন বাড়ির প্রবাসী মোস্তাফিজুর রহমানের একমাত্র সন্তান।
চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।