ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশেকে মোস্তফা (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী গ্রামে তাকে ছুরিকাঘাত করা হয়। নিহত মোস্তফা ময়মনসিংহের সদর উপজেলার সিরতা গ্রামের নবী হোসেনের ছেলে ও বাবলু ববিন মিলের শ্রমিক ছিলেন।
আড়াইহাজার থানায় অফিসার ইনচার্ (ওসি) আনিচুর রহমান জানান, বুধবার (১৪ জুলাই) ভোরে কাজ শেষ বাসায় ফেরার পথে আমজাদ ভূইয়ার টেক্সটাইল মিলের সামনে সিএনজিচালিত অটোরিকশায় আসা কয়েকজন ছিনতাইকারী মোস্তফার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফার মৃত্যু হয়।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।