ময়মনসিংহের করোনা ইউনিটে আরও ১৯জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫জুলাই) সকালে পাওয়া হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের ভর্তিকৃত রোগীদের মধ্যে মৃত এই ১৯জনের মধ্যে ৮ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১১ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহের শামসুদ্দিন (৯৬), হালুয়াঘাটের রিনা রানী (৫২), নেত্রকোনা সদরের সাহেদ আলী (৫০), নীলা রজক (৫০), সাতপাই’র নবনিতা সরকার (২৮), জামালপুর সদরের হাবিবুর রহমান (৬১), টাংগাইলের গোপালপুরের সাহেরা বেগম (৬৮), গাজীপুরের শাহিদা সুলতানা (৫১)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের নূরজাহান (৬৫), রফিকুল (৬৫), নান্দাইলের আলাউদ্দিন (৭০), ত্রিশালের মফিজ (৮০), মুক্তাগাছার চান মিয়া (৬৫), নেত্রকোনা সদরের আব্দুল লতিফ (৭৫), মোহনগঞ্জের কামাল মিয়া (৫০) ও শিউলি (৪৫), কেন্দুয়ার চান মিয়া (৮০), শেরপুরের আব্দুল মজিদ (৬০), জামালপুর সদরের এলাহি বক্স (৬০)।

ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪৮০ জন, আইসিইউতে ভর্তি আছেন ২১জন।

বুধবার রাতে সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় র‌্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ২৬৩ জন। যাদের মধ্যে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ১৩৯ জন ও আরটিপিসিআর টেস্টে ১২৪জন রয়েছেন। এছাড়া জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুইজন।

এদিকে জেলার সর্বশেষ করোনার প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ময়মনসিংহ সদরে ১৬৮জন, নান্দাইলে ১৭জন, ঈশ্বরগঞ্জে ৬জন, গৌরীপুরে ৬জন, ফুলপুরে ৬জন, তারাকান্দায় ৫জন, হালুয়াঘাটে ২জন, ধোবাউড়ায় ১জন,  মুক্তাগাছায় ১৩জন, ফুলবাড়িয়ায় ১৩ জন, ত্রিশালে ১৫জন, ভালুকায় ৩জন ও গফরগাঁওয়ে ৮জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত জেলায় মোট ১০৯৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ১১১ জন।

Share this post

scroll to top