একদিনে যেসব এলাকা দখলে নিল তালেবান

আফগানিস্তানে প্রতিদিন এলাকার পর এলাকা দখলে নিচ্ছে তালেবান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিভিন্ন প্রদেশে হচ্ছে তীব্র লড়াই। এর মধ্যে মঙ্গলবার দেশটির বামিয়ান প্রদেশের সায়ঘান জেলা, গজনির মালিস্তান, ফারাহ প্রদেশের পুর চমন এবং খোস্ট প্রদেশের মুসা খেলের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। সংঘর্ষ চলছে ফারিয়াব প্রদেশেও।

আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এসব তথ্য জানায়।

তীব্র লড়াইয়ের কারণে এসব এলাকা থেকে বাসিন্দারা পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন ভিন্ন স্থানে।

বামিয়ান প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ রেজা ইব্রাহিম বলেন, বামিয়ানের প্রায় ২০ হাজার পরিবার অন্যান্য জেলায় আশ্রয় নিয়েছে।

কান্দাহার, গজনি বা বামিয়ান প্রতিটি এলাকার মানুষই সাম্প্রতিক পরিস্থিতির কারণে আতঙ্কিত।

গজনির প্রাদেশিক কাউন্সিলের সদস্য গোলাম হোসেন বলেন, গজনির পরিস্থিতি মোটেও ভালো নয়। শত্রুরা আবাসিক এলাকায় অবস্থান নিয়েছে।

আফগানিস্তানের এমপি বাকতাশ এশচি বলেন, যদি আফগান সরকার যুদ্ধ ব্যবস্থাপনার পরিবর্তন না আনে একের পর এক জেলা হাতছাড়া হয়ে যাবে।

সম্প্রতি তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রায় ৮৫ শতাংশ এলাকা সংগঠনটির নিয়ন্ত্রণে রয়েছে।

যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণার পর থেকেই তালেবান দেশের বিভিন্ন এলাকা দখলে নেওয়া শুরু করে। সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে এলাকার পর এলাকা দখল আরও জোরদার করে সংগঠনটি।

Share this post

scroll to top