আফগানিস্তানের গজনি প্রদেশ কাউন্সিলের সদস্য হাসান রেজাজি বলেন,‘গজনির পরিস্থিতি শোচনীয়। সাধারণ মানুষের বাড়িতে তালিবান ঘাঁটি গেড়ে রয়েছে। ফলে আফগান সেনাদের পক্ষে এই সব ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো কঠিন হয়ে পড়েছে।’ এছাড়াও তালেবান বাহিনী উত্তর-পূর্বাঞ্চল থেকে গজনি শহরটি ঘিরে ফেলেছে বলে জানিয়েছে আফগান সেনাবাহিনী।
অন্যদিকে, আফগান সেনাবাহিনীকে দুই দশক পর আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করলেন আমেরিকান সেনাবাহিনীর প্রধান অস্টিন মিলার। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার পর চলতি বছরের সেপ্টেম্বর থেকে আফগানিস্তান থেকে পুরোপুরি চলে যাচ্ছে আমেরিকান বাহিনী।
সূত্র: আনন্দবাজার