ম্যারাডোনাকে কোপা উৎসর্গ করে মেসির আবেগঘন বার্তা

কোপা আমেরিকার শিরোপা পরিবার, দেশ ও প্রয়াত আইডল দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন লিওনেল মেসি।

রোবার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা জিতেছে মেসির আর্জেন্টিনা। ডি মারিয়ার দুর্দান্ত গোল জয় এনে দেয় মেসিদের।

জাতীয় দলের জার্সি গায়ে নিজের প্রথম শিরোপা জেতার পর মেসি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এই সাফল্য আমি আমার পরিবারকে উৎসর্গ করতে চাই, যারা সব সময় আমাকে শক্তি জোগায় খেলা চালিয়ে যাওয়ার, আমার বন্ধুদের, যাদের আমি প্রচণ্ড ভালোবাসি, সেসব মানুষকে যারা আমাদের সমর্থন করে এবং ৪৫ মিলিয়ন আর্জেন্টাইনকে, যারা করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

৩৪ বছর বয়সি মেসি ম্যারাডোনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘যেখানেই তিনি থাকুন না কেন, দিয়েগো নিশ্চয় আমাদের তাড়া দিয়েছেন ট্রফি জেতার জন্য।’

গত বছর ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা। আর্জেন্টিনা দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে। আর্জেন্টিনার হয়ে এটি মেসির প্রথম ট্রফি জয়। সূত্র: এএফপি

Share this post

scroll to top