ইরাকে একটি কোভিড হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন লেগে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭ জন।
সোমবার রাতে দক্ষিণের নাসিরিয়া শহরের আল-হুসেইন হাসপাতালে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর বিবিসি।
হাসপাতালের একটি অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হওয়ার পর ওই হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে পোড়া লাশ বের করে আনছেন উদ্ধারকর্মীদের। ভেতরে এখনও তল্লাশি চলছে।
স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিল বলেছেন, ওই ওয়ার্ডে এখনও কেউ আটকে আছেন কি না, তা দেখা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা হাসপাতালের বাইরে বিক্ষোভ শুরু করে। সোশাল মিডিয়ায় অনেকে কর্মকর্তাদের পদত্যাগের দাবি তোলেন।
ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবুসি এক টুইটে বলেন, হাসপাতালের ওই অগ্নিকাণ্ড ইরাকিদের জীবন বাঁচাতে ‘ব্যর্থতারই স্পষ্ট প্রমাণ’।