৪ মাস পর প্রকাশ্যে এলেন রিজভী

টানা চার মাস চিকিৎসা নেয়ার পর প্রকাশ্যে এলেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ফের দলীয় কার্যক্রমে সক্রিয় হচ্ছেন তিনি। আজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ‘পুলিশের ক্রসফায়ারে নিহত’ ছাত্রদল নেতা এস এম ছানাউল্লাহর কন্যার বিয়ের উপহার পৌঁছে দেন। ২০১৫ সালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ছাত্রদল নেতা ছানাউল্লাহ।

এ সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান জুয়েল, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মারুফী, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সহসাধারণ সম্পাদক সালাউদ্দিন সজিব, আদাবর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী আহমেদ।

এরপরই ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১ এপ্রিল ফের হঠাৎ করেই রিজভী আহমেদের শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দীর্ঘ প্রায় দুই মাস পর ৯ মে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর থেকে ডাক্তারের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ছানাউল্লাহ ছানার মেয়ের বিয়েতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি আলমারি উপহার দেওয়া হয়। নিহত ছাত্রদল নেতার স্ত্রীর হাতে তার আদাবরের বাসার নীচতলায় এ উপহার হস্তান্তর করেন।

রিজভী আহমেদ নিজে আক্রান্ত হবার আগে করোনা পরিস্থিতির মধ্যেই সারাদেশে বিভিন্ন স্থানে সশরীরে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী পৌছে দিয়েছেন দুস্থদের মাঝে। দীর্ঘদিন করোনায় ভোগেন তিনি। শারীরিকভাবে অসুস্থ হয়ে চলতি বছরের এপ্রিল মাসে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর থেকে টানা প্রায় চার মাস তিনি রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে ছিলেন।

Share this post

scroll to top