ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবানের লামা উপজেলার রুপসি পাড়া বাজারের ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে। আজ মঙ্গলবার ভোর রাতে বাজারের একটি মোবাইলের দোকান থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী জানায়।
খবর পেয়ে লামা ও আলীকদম উপজেলার দমকল বাহিনীর ২টি ইউনিট ও স্থানীয়রা মিলে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রুপসী পাড়া ইউপির চেয়ারম্যান সাচিং মারমা জানান, ভোর সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন বাজারের বেশির ভাগ অংশ গ্রাস করে। বাজারের বেশির ভাগ ব্যবসায়ী দোকান হতে মালামাল বের করতে পারেনি। ফলে ক্ষয়ক্ষতিও বেশি হয়েছে।
এদিকে ঘটনার পর লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে জান্নাত রুমিসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এলাকাটি পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি এক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে পুলিশ ও দমকল বাহিনী সূত্র জানিয়েছে।