সাতদিন ধরে বিশ্ববিদ্যালয় ছাত্র শাহেদুল নিখোঁজ

শাহেদুল ইসলাম (২২) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক যুবক গত ৪ জুলাই থেকে নিখোঁজ। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপারা বাবা রফিকুল। আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও ছেলেকে পাচ্ছেন না তিনি।

রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, ৪ জুলাই সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা সি ব্লকের ২৩৬/৩ বাসা থেকে অভিমান করে বের হয়ে যায় আমার ছেলে। আমাদের গ্রামের বাড়ি ফেনী চাড়িপুর মুক্তার বাড়ি। একমাত্র ছেলে শাহেদুল বর্তমানে একটি প্রাইভেট বিশ্বিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে। সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছেলের সন্ধান চেয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

নিজের ছেলে সম্পর্কে তিনি বলেন, সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহেদুল বের হয়ে যাওয়ার সময় গায়ে ছিল নেভি ব্লু কালারের গেঞ্জি এবং নেভি ব্লু কালারের ট্রাউজার। তার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। গায়ের রং উজ্বল শ্যামলা এবং মুখমণ্ডল গোলাকার। ছেলে আমার অনেক ভদ্র। ছেলে বাসায় ফিরে না আসায় তার মা ভেঙ্গে পড়েছেন। বাসায় চুলাও জ্বলছে না।

শাহেদুলের সন্ধান পাওয়া গেলে ভাটারা থানায় যোগাযোগের অনুরোধ করেন তিনি।

এ ঘটনায় রাজধানীর ভাটরা থানায় ৭ জুলাই একটি নিখোঁজ ডায়রি করেছেন রফিকুল ইসলাম (ডায়েরি নম্বর ৩৩৬)।

ডায়েরির তদন্তের দায়িত্বে থাকা এসআই আমিনুল ইসলাম যুগান্তরকে বলেন, নিখোঁজ শাহেদুলের সঙ্গে কোনো ফোন নেই। ফলে সঠিকভাবে তার অবস্থান নির্ণয় করা যাচ্ছে না। তবে সিসিটিভি ফুটেজসহ আমরা বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি। আশা করছি শিগগিরই শাহেদুলকে পাওয়া যাবে।

Share this post

scroll to top