ময়মনসিংহে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৬৩জন

ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুইজন। এনিয়ে জেলায় করোনা শনাক্ত হওয়ার পর মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০২জনে দাঁড়ালো।

রবিবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় র‌্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ২৬৩ জন। যাদের মধ্যে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ৯৭ জন  ও আরটিপিসিআর টেস্টে ১৬৬জন রয়েছেন।

এদিকে জেলার সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ময়মনসিংহ সদরেই ১৯৩জন, নান্দাইলে ১১জন, ঈশ্বরগঞ্জে ৩জন, গৌরীপুরে ৪জন, ফুলপুরে ৯জন, তারাকান্দায় ৩জন, হালুয়াঘাটে ১জন, মুক্তাগাছায় ৫জন,  ফুলবাড়িয়ায় ১০ জন,  ত্রিশালে ৯জন, ভালুকায় ৩জন ও গফরগাঁওয়ে ১২জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত জেলায় মোট  ১০১৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ১০২ জন।

Share this post

scroll to top