রাজধানীর গুলশানে চেকপোস্টে থামানোর সংকেত দেওয়া দায়িত্বরত পুলিশের এএসআইকে চাপা দিয়েছে এক প্রাইভেটকার। পরে ওই ঘটনায় আহত এএসআই লিটন মিয়ার মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজধানীর গুলশান-১ চেকপোস্টে গাড়িচাপায় গুরুতর আহত এএসআই লিটন। গত ৪ জুলাই
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে রোববার সকাল সাড়ে ১১টায় তিনি মারা যান।
গুলশান ১ চেকপোস্টে গাড়িচাপায় গুরুতর আহত হন লিটন মিয়া। এ ঘটনায় চালককে আটক করে পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, গত ৪ জুলাই লিটন মিয়া গুলশান চেকপোস্টে দায়িত্বে ছিলেন। এ সময় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেন তিনি। গাড়ি না থামিয়ে চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে চাইলে তাকে বাধা দেয় লিটন।
এ সময় গাড়ির ধাক্কায় লিটন গুরুতর আহত হলে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। এ ঘটনায় গুলশান থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।