শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় ২০ বোতল মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে নাকুগাঁও মহাসড়কের শিমুলতলা মহাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-নালিতাবাড়ী পৌরশহরের বাজার সিটপাড়া মহল্লার গোলাম রাব্বানী দুলালের ছেলে মাহমুদ হাসান (২১) ও চকপাড়া এলাকার মৃত জয়নাল আবদীনের ছেলে মুকছেদুল ইসলাম বাবু (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওয়াহেদ আলীর নেতৃত্বে নাকুগাঁও সড়কের শিমুলতলা এলাকায় অভিযানে বের হয় পুলিশের একটি টিম। এসময় সীমান্ত এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে ভারতীয় মদ নিয়ে নালিতাবাড়ী শহরে আসছিল আটক ব্যক্তিরা।
পথে মাহমুদ হাসানের প্লাস্টিকের ব্যাগ থেকে ১২ বোতল এবং মুকছেদুল ইসলাম বাবুর ব্যাগ থেকে ৮ বোতল ভারতীয় রয়েল স্টেজ হুইস্কি জব্দ করে তাদের আটক করা হয়। জব্দকৃত ২০ বোতল ভারতীয় এই মদের আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, আটক ব্যক্তিদের নামে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।