ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার উপর অভিমান করে প্রিয়াংকা বিশ্বাস (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রবিবার (১১ জুলাই) উপজেলার সদর ইউনিয়নের বারাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রিয়াংকা ওই গ্রামের দিলীপ বিশ্বাসের মেয়ে। সে পার্শ্ববর্তী কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ১৪/২১।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রিয়াংকা দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগছিলেন। এ কারণে তার পরিবারের লোকজন তাকে অকারণে বাড়ির বাহিরে যেতে বারণ করেন। তারপরেও সে বাড়ির বাহিরে ঘোরাঘুরি করায় তার বাবা শাসন করে তাকে দু’টি থাপ্পড় মারেন। এতে সে বাবার উপর অভিমান করে পরিবারের সকলের অজান্তে বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। পরে পরিবারের লোকজন তাকে মৃত উদ্ধার করেন।
এবিষয়ে ওই শিক্ষার্থীর বাবা দিলীপ বিশ্বাস বলেন, ‘আমার মেয়ে দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিল। তার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হচ্ছিল। তাই তাকে বাড়ির বাহিরে অকারণে ঘোরাফেরা করতে নিষেধ করি। এতে সে আমার ওপর অভিমান করে আত্মহত্যা করে।’
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। তার মৃত্যুতে কারো কোন সন্দেহ বা কারোর বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।