ময়মনসিংহে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়ন্দো পুলিশ।
রবিবার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো: শাহ কামাল আকন্দের নির্দেশে এসআই মো: আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোজাম্মেল মাহমুদ ঝড়(২০) ও মো: রাহাতুল ইসলাম জয় (১৯), কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।