ময়মনসিংহে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৯২জন।
ময়মনসিংহে এ যাবত কালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এনিয়ে জেলায় করোনা শনাক্ত হওয়ার পর মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০০জনে দাঁড়ালো।
শনিবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় র্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ২৩৬ জন। যাদের মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ২১০ জন ও আরটিপিসিআর টেস্টে ৮২জন রয়েছেন।
এদিকে জেলার সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ময়মনসিংহ সদরেই ১৯৮জন, নান্দাইলে ১০জন, ঈশ্বরগঞ্জে ৭জন, গৌরীপুরে ১৮জন, ফুলপুরে ২জন, তারাকান্দায় ৩জন, হালুয়াঘাটে ১৪জন, ধোবাউড়ায় ১জন, মুক্তাগাছায় ৪জন, ফুলবাড়িয়ায় ১জন, ত্রিশালে ৯জন, ভালুকায় ১০জন ও গফরগাঁওয়ে ১৫জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জেলায় মোট ৯৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ১০০ জন।