চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে সরকারী কর্তৃক কঠোর লকডাউনে ঘর থেকে বের না হতে পেরে অসহায় জীবন পার করছিলেন লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার অসহায়, দুস্থ্য ও কর্মহীন মানুষ। এ চিন্তা মাথায় রেখে জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক যুবলীগ বায়েজিদ ভূঁইয়া প্রায় ৫ শতাধিক মানুষকে খাবার তুলে দিয়েছেন। এতে অসহায় মানুষগুলোর মুখে হাসি দেখা গেছে।
শনিবার (১০ জুলাই) দুপুরে মানবিক যুবলীগের ব্যানারে রায়পুর শহরের বাস টার্মিনাল এলাকায় এই খাবার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানবিক যুবলীগের প্রবক্তা শেখ ফজলে শামস পরশ এর নির্দেশনায় যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া এই আয়োজন করেছেন।
বায়েজীদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন বলেন, কঠোর লকডাউনে কোন মানুষ যেন অনাহারে না থাকে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগ নেতা পরশের নির্দেশনায় আমার সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, যুবনেতা বায়েজীদ ভূঁইয়া এরই মধ্যে করোনায় আক্রান্ত রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি অক্সিজেন ও পরিবহন সুবিধাও দিয়ে যাচ্ছেন।