করোনাভাইরাসের কারণে চলমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ময়মনসিংহে ১ হাজার অটোশ্রমিক ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।
শনিবার (১০ জুলাই) বিকেলে শহরের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শরীফ আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিপিএম-সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুলসহ অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ।
এসময় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে অত্যন্ত আনন্দ প্রকাশ করেন অসহায়-কর্মহীনরা। এ ধরনের মানবিক বিপর্যয়ে সহায়তা প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।