‘সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক’ এই শ্লোগানে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে চারদিন ধরে দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। তবে অনেকেই এই সহায়তাকে যেন মানবিক সাহায্য হিসেবে না দেখেন সেজন্য নাম মাত্র ১০ টাকায় বিতরণ করা হচ্ছে ৫০০ টাকা মূল্যের খাদ্য সামগ্রী।
পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের সার্বিক নির্দেশনা ও উদ্যোগে গত চারদিন ধরে পুলিশ বাহিনীর সদস্যদের নিজেদের বেতনের টাকায় প্রায় পাঁচশো মানুষকে ১০ টাকার বিনিময়ে খাদ্য সামগ্রী দেয়া হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবনসহ অন্যান্য খাদ্য সামগ্রী।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান জানান, যতদিন লকডাউন চলবে ততদিন জেলা পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ চলবে। কেউ যেন নিজেকে ছোট মনে না করেন সেজন্য ৫০০ টাকার খাবার সামগ্রী ১০ টাকায় দেয়া হচ্ছে। যাদের দশ টাকা দেয়ার মতো সামর্থ নাই তাদেরকেও দেয়া হচ্ছে এই সহায়তা।
এদিকে আজ শনিবারও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বী, হাফিজুর রহমান, আবু রায়হান ও ফাল্গুনী নন্দী, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, টিআই মাহবুবুর রহমান, ময়মনসিংহ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ প্রশাসনের অন্যান্যরা।